ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

চিফ হিট অফিসার বুশরা ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। গত বছর রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। তবে মেয়র আতিকুল ইসলাম বলেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ নন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াটার স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

মেয়র বলেন, চিফ হিট অফিসা বুশরা আফরিন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন এমন কথা কয়েকদিন যাবত শোনা যাচ্ছে, আসলে এটা সঠিক নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে হিট অফিসার নিয়োগ পেয়েছে।

বাংলাদেশ সহ সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওই এনজিও।মেয়র আরও বলেন, চিফ হিট অফিসা বুশরা আফরিন শুধু আমাদের পরামর্শ দেবে। কাজ আমাদের সবাইকে করতে হবে। সিটি করপোরেশন থেকে তিনি একটি টাকাও পান না। সিটি করপোরেশনে তার কোনও বসার ব্যবস্থাও নেই।
ads

Our Facebook Page